You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু । এদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন,গত ২৪ ঘন্টায় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারা হলেন,ময়মনসিংহ ফুলপুরের আব্দুল বারেক (৬৮), শেরপুর ঝিনাইগাতীর মোঃ সোলায়মান (৭৩) ।
এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন, ময়মনসিংহ সদরের পূর্নিমা (৫০), ফুলপুরের তোফাজ্জল (৭০), ভালুকার আমেনা (৮০), ও মেহেরুননেসা (৭৫) ।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৫৬ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১০ জন ।
৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এর মধ্যে ৭ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।