
You must need to login..!
Description
`স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু সালেহ মো. মূসার মা হোসেনে আরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারিক সূত্র জানায়, গত ২৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন হোসনে আরা। অবস্থার অবনতি হলে গত ২ আগস্ট তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে করোনার কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।