স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে. কোতোয়ালী থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান ময়মনসিংহ নগরের স্টেশন রোড মালেক এর আবাসিক হোটেলের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে আসামী রুহুল আমিন (২৫) কে মাদক সহ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৯০(নব্বই) পিস ইয়াবা এবং ময়মনসিংহ গাঙ্গিনারপাড়স্থ রমেশ সেন রোড,পতিতাপল্লী আসামী পতিতা আঙ্গুরীর কাছ থেকে ১ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ডাকাতির চেষ্টা সহ নিয়মিত মামলায় ২জন এবং জিআর/সিআর গ্রেফতারী পরোয়ানামূলে ৩ জন আসামীসহ সর্বমোট ৭জন আসামীদেরকে বিজ্ঞ কোর্টে প্রেরন করা হইয়াছে।