ফুলবাড়িয়া মহিলা কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়া মহিলা কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মহিলা ডিগ্রি কলেজের সামনের খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌর শহরের ফুলবাড়িয়া মহিলা কলেজ গেইটের সামনের খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) জতিশ চন্দ্র।

তিনি বলেন, সকালের দিকে স্থানীয়রা পৌর শহরের লাহেড়ীপাড়া রোডের ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের সামনের খালে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মহিলা ডিগ্রি কলেজের বিপরিতে একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় চুল, হাত, পা সবই আছে। বাঁচ্চাটি বয়স আনুমানিক ৭ মাসের বেশি হবে। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গর্ভপাত করে ফেলে দেয়া হয়েছে।

জতিশ চন্দ্র আরও বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।