ময়মনসিংহে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোঃ সোহাগ মিয়া(২৬) নগরীর চরজেলখানা মোঃ বিল্লাল হোসেনের ছেলে এবং মোঃ ফরহাদ(২৬) একই এলাকার মোঃ আব্দুল বাছেদের ছেলে ।
গত বৃহস্পতিবার রাতে মোঃ সোহগ মিয়া ও মোঃ ফরহাদকে নগরীর খাগডহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।

শুক্রবার সন্ধ্যায় ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।