ময়মনসিংহে নাগ মন্দিরের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন ওসি শাহ কামাল

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল ওসি শাহ কামাল ওসির হস্তক্ষেপে অবশেষে নগরীর স্বদেশী বাজারে চলে আসা নাগ মন্দির নিয়ে দ্বন্দ্বের সমাধান অবসান হল। সংস্কার নিয়ে আভ্যন্তরীণ বিরোধ ও জটিলতা নিরসন করে আবার সংস্কার শুরু হয়েছে। এর নেপথ্যে কাজ করেছে বিট পুলিশিং। 

দীর্ঘদিন যাবৎ প্রতি দুর্গাপূজায় এই মন্দির সংস্কার নিয়ে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উভয় পরিবারের মাঝে এ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও স্থায়ী সমাধান কেউ করতে পারেনি। বিশেষ করে দুর্গাপূজা এলেই বিরোধ চাঙা হয়। এ ধরনের খবর পান কোতোয়ালি মডেল থানার দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ। স্থানীয়ভাবে একাধিক সমস্যা নিরসনে ইতিমধ্যেই এই দক্ষ এবং কৌশলী ওসি বেশ সুনাম কুড়িয়েছেন।
আসছে দুর্গাপূজাকে সামনে রেখে নাগ মন্দির নিয়ে যাতে কোন ধরনের সমস্যা এবং আইন শৃংখলার অবনতি না হয়, সেই প্রত্যাশায় আসন্ন দুর্গাপূজার পূর্বেই স্থানীয় হিন্দু কমিউনিটির সাথে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্দোগ নেন। শুক্রবার দীর্ঘ আলাপ আলোচনার মধ্যদিয়ে নাগ মন্দির নিয়ে চলা বিরোধ নিষ্পত্তি হয়। পরে মন্দিরের সংস্কার কার্যক্রম শুরু করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের এই উদ্যোগকে উভয়পক্ষ স্বাগত জানিয়েছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার