স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ফুলবাড়ীয়ায় বাল্য বিবাহ বন্ধে ইউপি চেয়ারম্যান, কাজী ও গণ্যমান্য নেতৃবৃন্দ সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফুলবাড়ীয়া সংসদ সদস্যদের আয়োজনে ইউপি চেয়ারম্যান শামছুল হক এর সভাপতিত্বে পরিষদ কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভিন তিনি বলেন বাল্য বিবাহ বন্ধে কাজীদের ভূমিকা অন্যতম। সরকারী নিয়ম অনুসারে ইউনিয়নে এক জন কাজী সেখানে আপনরা একেক ইউনিয়নে তিন-চার জন সাব কাজী বানিয়ে কাজ করছেন এটা আইন বহি:ভূত।এদের মাধ্যমে বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে।
উপস্থিত ছিলেন কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক,উপজেলা মুসলিম নিকা রেজিস্ট্রার সমিতির সাধারন সম্পাদক রুস্তম কাজী, ফুলবাড়ীয়া এপি প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া,সহকারী প্রোগ্রাম অফিসার লেবুতি দালবৎ ,ওয়ার্ল্ড কনর্সান এর প্রোগ্রাম অফিসার যিহি স্কেল ইজারাদার,ব্র্যাক ইজিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রাম অফিসার লেবুতি দালবৎ ।