স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ডিবি পুলিশ ফুলবাড়ীয়া অভিযান চালিয়ে ৬ জুয়ারি গ্রেফতার করেছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই মোঃ সোহরাব আলী গতরাতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার পলাশতলী থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি ফুলবাড়ীয়া,থানার পলাশতলী গ্রামের সাং-পলাশতলী, রফিকুল ইসলাম (৪০),সাং-পলাশতলী, এমদাদুল হক খোকন (৩৬), সাং-পলাশতলী, কাজল মিয়া (৩৮),, চৌধার গ্রামের বজলুর রশিদ (৪৫), আবু বক্কর সিদ্দিক (৫০), চাঁনপুর গ্রামের নায়েব আলী (৫৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারিদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।