ময়মনসিংহ ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৪

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী বিভিন্ন মামলার আসমীসহ ৪ জন গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বুধবার (১৫ সেপ্টেম্বর ) রাতে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায় ।
এর আগে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চারিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে মোঃ শহীদ মিয়া (৩৮) কে আধা কেজি গাঁজাসহ নগরীর পলাশতলী থেকে ও মোছাঃ আর্জিনাকে এক কেজি গাঁজাসহ ময়মনসিংহের তারাকান্দা থেকে গ্রেপ্তার করা হয় । মোঃ শহীদ মিয়া নগরীর চরনীলক্ষীয়ার উসমান আলীর ছেলে ও মোছাঃ আর্জিনা তারাকান্দার উপজেলার গোয়াতলার ইদ্রিস আলীর মেয়ে ।
অপর অভিযানে ঈশ্বরগঞ্জে থানার ১৭/২০২১ নং মামলা মোঃ এখলাছ মিয়া (৪০) ও নেত্রকোনা পূর্বধলা থানার মামলার আজিজুল ওরফে আইজুল (৩৪) গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।বুধবার তাদের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ ।