নান্দাইলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যার মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যা মারা গেছে। অপর এক শিশুকে গুরুতর আহতাবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে দুপুর দুইটার দিকে বৃষ্টির মধ্যে বাচ্চু মিয়ার শিশুকন্যা হাবিবা (৯), তারা মিয়ার কন্যা তানিয়া (৮) ও অপর প্রতিবন্ধী শিশুকন্যা সুমাইয়া (১২) জনৈক মালেকের পুকুরে সাঁতার কাটতে নামে। পরে বাড়ির লোকজন আহতাবস্থায় প্রতিবন্ধী শিশু সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে হাবিবা ও তানিয়াকে পুকুরের পানিতে মৃতাবস্থায় পায়। পরে দুই শিশুকন্যাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার মো: আব্দুল কাদির ঘটনা নিশ্চিত করে জানান, শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল। পরে অজ্ঞান অবস্থায় নান্দাইল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।