সহনশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে পাঠদান করাতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা সচিব

image

You must need to login..!

Description

উবায়দুল হক,,বিএমটিভি নিউজঃ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের ‘শিখন ঘাটতিপূরণে ত্বরান্বিত শিখন পরিকল্পনা ২০২১’ বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। যাতে আগামী তিন মাসে করোনাকালীন শিখন ঘাটতি কমিয়ে আনা যায়।

তিনি বলেন, শিক্ষকরা এই পরিকল্পনা অনুসরণ করলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করে এই বছরের নির্ধারিত শিখন অর্জন সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সহনশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে পাঠদান করাতে হবে। যেন তাদের শিখন ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ জাতীয় প্রাথমিক শিক্ষা একডেমী (নেপ) কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা সচিব এসব কথা বলেন।

পরে তিনি শিখন পরিকল্পনা বিষয়ে সভায় অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতামত শুনেন। এসময় সহকারী শিক্ষক মোকাদ্দেছ উর রহমান বলেন, মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষকদের মাঝে এ ধরনের মতবিনিময় আমাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে এমন মতবিনিময় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, নেপের মহাপরিচালক মো. শাহ্ আলম (অতিরিক্ত সচিব)। এতে বিভাগের চার জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

এর আগে, গণশিক্ষা সচিব ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার