ময়মনিসংহ কােতায়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬

ময়মনিসংহ কােতায়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬

bmtv new No Comments

‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ সি আর মামলা ৩ আসামী ও চুরি মামলার ২ আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গত ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিমপাশ হতে ১০০(একশত)গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ কাউসার(৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়া ৩টি সি আর পরোয়ানায় ৩জন এবং চুরি মামলায় ২জন সহ মোট ০৬(ছয়) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।