সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে সৌদি আরবে গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে সৌদি আরবে গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ সৌদি আরবের জিদান বিমানবন্দরে সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে।

তামজিরুলের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল।পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ওই বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তামজিরুল। অন্যান্য দিনের মত সোমবার (২০ সেপ্টেম্বর) বিমানবন্দরে কাজে যান তিনি। এ সময় তাকে পতাকা স্ট্যান্ডে পতাকা বাঁধতে এবং লাইট সেট করতে বলা হয়। কথামতো তামজিরুল কোমরে সেফটি বেল্ট বেঁধে উঠে পড়েন। তবে হঠাৎ সেফটি বেল্টটি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তামজিরুল।

জানা গেছে, কুর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে তামজিরুল সংসারে সচ্ছলতা আনতে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান। বাড়িতে তার বাবা-মা, স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে। আকস্মিক এমন দুঃসংবাদে শোকস্তব্ধ গোটা পরিবার ও এলাকাবাসী।