‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে মো. সাদ্দাম হোসেন এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কনস্টেবল সাদ্দাম ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত রয়েছেন এবং তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে।
বুধবার ( ২২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম ধর্ষিতার জবানবন্দি শেষে মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন।
মামলার বর্ণনায় জানা যায়, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ওই যুবতীকে প্রেমের ছলে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে। পরে আবারও বিয়ের প্রলোভন ও খুন জখমের ভয় দেখিয়ে গত ২জুলাই ধর্ষণ করে। এদিকে ওই যুবতী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যায়। পরে ওই যুবতী তার পরিবারকে বিস্তারিত জানায় ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ দেয়ার প্রেক্ষিতে কোন প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর জবানবন্দী গ্রহণ করে উক্ত মামলা দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে ধর্ষিতার আইনজীবী এডভোকেট মতিউর রহমান ফয়সাল জানান, আসামি পুলিশ কনস্টেবল মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারনাপূর্বক ও বিয়ের আশ্বাসে বারবার ধর্ষণের অভিযোগের জবানবন্দী গ্রহন করে আদালত পিবিআইকে দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর আদ