You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর আবাসিক হল খুলে দেওয়া হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর আবাসিক হল খুলে দেওয়া হবে। টিকা গ্রহণ সাপেক্ষে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পরে হল খুলে দেওয়া হবে।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়।