ধোবাউড়ায় সরকারি গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়ি চুরি করে নেয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুছড়ে যাওয়া গাড়ি রেখে পালিয়েছে চোর।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাড়িটি হাসপাতালের ভিতর থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের নাইটগার্ড আব্দুর রাজ্জাকের নজরে পড়লে হৈচৈ শুরু হয়। গাড়িচালক আবিদ বিষয়টি রাতেই থানাকে অবহিত করলে বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে নজরুলের বাড়ির পাশে গাড়িটির সন্ধ্যান পাওয়া যায়।এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে বালিগাও বাজারে একটি দোকানের উপর গাড়িটি তুলে দিলে দোকানটি ভেঙ্গে যায় ও দোকানের মালামালের ব্যাপক ক্ষতি হয়।

এ ব্যাপারে গাড়ি চালক আবিদ জানায়, স্থানীয় এক যুবক তার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়ি নিয়ে যায়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন জানান, থানায় জিডি করার প্রস্তুতি চলছে। একই রাতে হাজংপাড়া গ্রামের শামসুদ্দিনের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি(তদন্ত) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।