
You must need to login..!
Description
‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মুল্যের ১৭০টি জাল টাকার নোট সহ জাল নোট কারবারী চক্রের ৪ সদস্য ও ২০০ পিস ইয়াবা ১ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মোঃ মনিরুজ্জামান ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার লাহেরীপাড়া থেকে গতরাতে ১৩০টি ১০০০ টাকার নোট ও ৪০টি ৫০০ টাকার জাল নোটসহ মোট দেড় লাখ টাকার জাল নোট কারবারী চক্রের সদস্য ফুলবাড়ীয়ার ইচাইল বেপারীপাড়ার মৃত মোকছেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে রুবেল (২৫), বগা কৃষ্ণপুরের ইউনুছ আলীর ছেলে আবু সাঈদ (২৫) জোড়বাড়ীয়া মধ্যপাড়ার ইউসুফ আলীর ছেলে শাহীন ওরফে শাহিদ (২৫) চাঁদপুরের খায়রুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম ওরফে ইসাহাক (২২) গ্রেফতার করে।
এদিকে এসআই মোঃ জাকির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন জালেশ্বর থেকে গত রাতে রাত ২৩.০৫ ঘটিকার সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গফরগাঁও,কালাইপাড় গ্রামের ,মৃত-সাইদুর রহমানের ছেলে রফিক মিয়া (৪৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।