You must need to login..!
Description
মতিউল আলম,বিএমটিভি নিউজঃ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৯ গতকাল ২৪সেপ্টেম্বর, শুক্রবার সারাদেশে একযোগে শুরু হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন ৬টি উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে (নেত্রকোণা, টাংগাইল, শেরপুর, মধুপুর, কিশোরগঞ্জ ও জামালপুর) ৪১টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫৬০৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন শুক্রবার ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ, নাসিরাবাদ কলেজ এবং গৌরীপুর মহিলা কলেজ, ময়মনসিংহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শনকালে তিনি কলেজের অধ্যক্ষ, সমন্বয়কারী, টিউটর, পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সাথে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রম, ই-লার্ণিং, দূরশিক্ষণ এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা কার্যক্রম এবং বাউবি’র “গণমূখী, কর্মমূখী ও জীবনমূখী শিক্ষা বাউবি’র দিক্ষা” এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি দেশ ও জাতি গঠনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।