ধোবাউড়ায় স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চুরির ঘটনায় দুজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের

image

You must need to login..!

Description

ধোবাউড়া সংবাদদাতা, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হাসান শাহীন বাদী হয়ে দুজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে চুরি হওয়ার পর তাৎক্ষনিক পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্থ অবস্থায় সরকারি গাড়িটি দিঘিরপাড় গ্রাম থেকে উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
ধোবাউড়া থানা সুত্রে জানা যায়, বুধবার রাত ০২.২০ মিনিটে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ’কে গাড়ি চুরির সংবাদটি মোবাইল ফোনে জানান। পরে পুলিশি অভিযানের মুখে উপজেলার দিঘিরপাড় গ্রামে রাস্তার পাশে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয় চোর।
অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গাড়ি চুরির সংবাদ পেয়ে আমি নিজে গাড়ি উদ্ধার অভিযানে বের হই।
গাড়িটি মুন্সিরহাট থেকে এরশাদ বাজার রাস্তায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এরশাদবাজারের দিকে এগিয়ে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চলন্ত গাড়ি থেকে তারাহুরা করে পলিয়ে যাওয়ার সময় দিঘিরপাড় গ্রামে গাড়িটি রাস্তার পাশে গাছ এবং রোড সাইনের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়।
পরে ক্ষতিগ্রস্থ গাড়িটি হেফাজতে নিয়ে আসি। মুলত সরকারি চালক আবিদের যোগসাজশে স্থানীয় এক যুবক গাড়িটি চুরি করেছিলো। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবু হাসান শাহীন বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এ নিয়ে গাড়িচালক আবিদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ যাওয়ার কথা থাকায় গাড়িটি প্রতিদিনের ন্যায় গ্যারেজে না রেখে আমার বাসার সামনে রেখে ছিলাম। ঐদিন দিনের বেলায় আমার পরিচিত স্থানীয় এক যুবক শরীর খারাপ লাগছে বলে আমার বাসায় ঘুমাতে আসে এবং ঘন্টা তিনেক ঘুমায়। আমার বাসায় আসার সুযোগে আমার রুমের ড্রয়ারে রক্ষিত গাড়ির অপর আরেকটি চাবি গোপনে নিয়ে যায়।
পরে মধ্যরাতে গাড়ি নাই বলে নৈশ প্রহরী আমাকে বিষয়টি জানালে আমি সন্দেহবশত তাৎক্ষনিক এই যুবককে মোবাইলে কল দেই এবং গাড়ি কোথায় আছে জানতে চাইলে সে বলে উপজেলা চেয়াম্যানের বাড়ির সামনে আছে! ১০ মিনিটের মধ্যে হাসপাতালে চলে আসবে। আমি সাথে সাথেই গাড়ির খোঁজে বের হয়ে পড়ি। পরে দিঘিরপাড় নামক স্থানে রাস্তার পাশে ক্ষতিগ্রস্থ গাড়িটি ও পুলিশকে দেখতে পাই।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, নৈশপ্রহরী আঃ রাজ্জাকের নিকট থেকে জানতে পেরে আমি তাৎক্ষনিক থানায় বিষয়টি জানাই। পরে পুলিশ ক্ষতিগ্রস্থ গাড়িটি উদ্ধার করে। এঘটনায় গাড়িটির আনুমানিক দশ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি দুজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।