কোতোয়ালী থানা পুলিশের হাতে বিভিন্ন মামলায় ৭জন গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় জিআর মামলার ৫ জন পলাতক আসামী ও সিআর মামলার ১ জন পলাতক আসামী ও নারী ও শিশু আইনের (ধর্ষণ) মামলায় ১ জন পলাতক আসামীসহ ৭জনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জিআর মামলার পলাতক আসামী কোতোয়ালী থানার ,শহরের ৫৭, বড় বাজারের মোঃ আবু ইউসুফ (৩৮), কেওয়াটখালীর সোহাগ মিয়া, ১১নং বড় বাজারের বাপ্পী রায়, মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন অপু মিয়া ও বাদেকল্পা পীরবাড়ীর মোঃ রাজু মিয়া এবং আর মামলার গ্রেফতারী পরোয়ানায় ৬৪ সি/এ আকুয়া মাদ্রাসা কোয়ার্টার বাউন্ডারী রোডের গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে।

নারী ও শিশু আইনের (ধর্ষন) পূর্বের মামলায় আসামী ৪১, আকুয়া নাজির বাড়ীর মোড় থেকে মেহেদী হাসান তাপস(৩৯)কে গ্রেফতার করেছে।
সে শেরপুর নকলা থানার -চর বসন্তী গ্রামের আতাউর রহমান মোচনের ছেলে।