ময়মনসিংহ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী

ময়মনসিংহ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনিসংহে ২০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ ফুলবাড়িয়ার গরুহাটার চান্দু চৌহনের ছেলে রনজিত চৌহান (৩২) ও মন্ডলবাড়ীর হেলালের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (১৯) ।
শনিবার ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানার দশমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
রোববার বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায় ।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আসমীদের গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।