নিখোঁজ ৭ মাসের শিশু ফারিয়া জান্নাতকে উদ্ধার করল ময়মনসিংহ পিবিআই

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ,গত ১ আগস্ট’২১ নিখোঁজ হওয়া ৭ মাসের শিশু ফারিয়া জান্নাত’কে আজ রোববার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার কাঠগোলা স্বপন মিয়া (৩০) বাড়ি থেকে উদ্ধার করলো ময়মনসিংহ পিবিআই। মামলা প্রাপ্তির ৭ দিনের মধ্যে বাদী আব্দুল আলীর মেয়ে শিশু ফারিয়া জান্নাত (৭মাস) কে উদ্ধার করলো।

অত্র মামলার বাদী আব্দুল আলী তার মেয়ে ফারিয়া জান্নাত ও স্ত্রী কুলসুমাকে তার শ্বশুর বাড়ী গৌরীপুর হতে নিজ বাড়ীতে আনতে যান। সেখানে গিয়ে তার মেয়েকে না পেয়ে বাদী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে বাদীর স্ত্রী তাকে জানায়, তাদের মেয়ে ফারিয়া জান্নাত অসুস্থ। চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠিয়েছি। বাদী তার সন্তান ফারিয়া জান্নাতকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাদী তার স্ত্রীসহ তার শ্বশুর ও শ্যালক এর বিরুদ্ধে অত্র মামলাটি দায়ের করে। ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন (ট্রাইব্যুনাল) আদালতে মোকদ্দমা নং-১৫৯/২০২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৬(১)(২)/৭/৩০ দায়ের করেন।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত শিশুটির অবস্থান সনাক্ত পূর্বক আজ রোববার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার কাঠগোলা স্বপন মিয়া (৩০) বাড়ি থেকে শিশুটি’কে উদ্ধার করেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ১৯/০৯/২০২১ খ্রিঃ বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলাকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক উক্ত শিশু’কে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। জানা যায়, অত্র মামলার বাদী আব্দুল আলী গত ১১/০২/২০০৯ খ্রিঃ ইসলামী শরীয়াহ মোতাবেক রেজিষ্ট্রি কাবিনমূলে অত্র মামলার ২নং বিবাদী মোছাঃ কুলসুমা বেগমকে বিবাহ করেন। তাদের দাম্পত্য জীবনে ৪ সন্তান ১। ফারিব (১১), ২। মরিয়ম (০৮), ৩। তায়িব (০৩), ও ৪। ফারিয়া জান্নাত (৭ মাস) জন্ম গ্রহণ করে। বিবাহের পর দারিদ্রের কষাঘাতে জর্জরিত পরিবারটির মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করে। এছাড়াও তাদের ৪র্থ সন্তান ফারিয়া জান্নাত জন্মগ্রহণ করার পর তাদের ৩য় পুত্র তায়িব খেলার ছলে বিভিন্ন সময় শিশু ফারিয়া জান্নাতকে মারধর করতো। এদিকে সংসারে আর্থিক অনটন থাকায় বাদীর স্ত্রী কুলসুমা বেগম বিভিন্ন বাসা বাড়ীতে কাজ নেয়। বাদীর স্ত্রী অধিকাংশ সময় বাড়ীতে না থাকার কারনে তার মধ্যে ফারিয়া জান্নাতের নিরাপত্তা নিয়ে এক ধরণের অজানা আশংকা কাজ করত। এ কারণে তিনি সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তার সন্তানকে তার পরিচিত জনৈক মোঃ স্বপন মিয়া (৩০) কে দিয়ে দেন।

আজ উদ্ধারকৃত ৭ মাসের শিশু ফারিয়া জান্নাত’কে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।