ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৯জনকে গ্রেফতার করেছে। এর মাঝে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিনজন, মাদক মামলায় ২জন, চুরি মামলায় তিনজন রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও জুয়ামুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৯ জনক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আরিফুল ইসলাম, আলী হোসেন, শংকর রিশি। এদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। এছাড়া মাদক ব্যবসায়ী মোছাঃ জোৎস্না বেগম ও শরীফ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অপরদিকে চুরি মামলায় সুমন মিয়া, সুমন ড্রাইভার ও মোঃ কাউছারকে গ্রেফতার করা হয়। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।