ডাকাতির প্রস্তুতিকালে ডিবির হাতে অস্ত্রসহ গ্রেফতার ৯ঃ ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ০৯ ডাকাতকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদেরকে ৭দিনের রিমান্ড চেয়ে আাদালতে প্রেরণ করেছে পুলিশ।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, গতরাত পৌণে ২টার দিকে এসআই মোঃ শামীম আল মামুন অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালিবাড়ী ময়লাকান্দা থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হলে ৯ ডাকাতকে আটক করেন। গ্রেফতারকৃত ডাকাতা হলেন ময়মনসিংহ কোতোয়ালী থানার রাসেল (২৯), পিতা- মোঃ মিন্টু মিয়া, , গ্রাম- বলাশপুর (কসাই পাড়া), দুলাল (৩২), পিতা- মৃতঃ আরব আলী, গ্রাম- আকুয়া মড়লপাড়া, মামুন (২৯), পিতা মৃত- দুলাল, গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর দৌলতমুন্সী রোড), সীমান্ত (২৮), পিতা- মোঃ ইলিয়াছ ওরফে ইলিচ, গ্রাম- নওমহল (৬৯/এ নওমহল বোছার পুল), রাকিব (২০), পিতা- মৃত আনোয়ার হোসেন, গ্রাম- রেলওয়ে ষ্টাফ কোয়ার্টার (পার্ট) (মদের ডিপো আটানী পুকুর পাড় রেল কোয়ার্টার), সাগর আহম্মেদ (২৮), পিতা-আঃ রশিদ, সাং-চরপাড়া কপিক্ষেত, সাকিব (২১), পিতা মৃত-আঃ কাদের, সাং-চরপাড়া প্রাইমারী স্কুল রোড, টিটু (২৭), পিতা-আদনান, সাং-কালিবাড়ী, পুরাতন গুদারাঘাট, ৯। রনি (২৫), পিতা-আবুল হোসেন, সাং-ব্রাহ্মপল্লী বকুলতলা। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতদেরকে সাময়িক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা রেলওয়ে এলাকাসহ ময়মনসিংহ ও পার্শ্ববর্তী নেত্রকোনা এবং জামালপুর জেলার সুবিধা জনক স্থানগুলোতে ডাকাতি করার জন্য অস্ত্রসস্ত্রসহ সঙ্গবদ্ধ হয়েছে। ডাকাতির প্রস্তুতি গ্রহন করে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে সমবেত হওয়ার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্র রাখার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে জিঙ্গাসাবাদের জন্য ০৭ (সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক, জুয়া, চুরি ও ডাকাতিসহ অপরাধ দমনে ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ও অব্যাশগত অপরাধী ।