
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতকসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক চুরখাই এলাকার ওয়াজ উদ্দিন, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত উজান ঘাগড়া মধ্যপাড়ার সাদ্দাম হোসেন, সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত চর ঈশ্বরদিয়া বেরিবাধ এলাকার সুরুজ মিয়া ও ওয়ারেস কুরুনী। এছাড়া নিয়মিত মামলা সবুজ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।