
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ট্রাকে বহনকালে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ফোম সিটের মতো করে প্লাস্টিকের রেক্সিন দিয়ে মোড়ানো ব্যাগে করে ট্রাক যোগে গাঁজা নিয়ে যাচ্ছিল।
ডিবির ওসি পুলিশ সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ গত রাতে কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ গোলাম মওলা এর স”মিলের সামনে ঢাকা মেট্রো ন -১৩-১৯৩১ ট্রাকটি আটক করে। আকটকৃত ট্রাকে তল্লাশি চালিয়ে একটি লাল ও গোলাপী প্রিন্টের রেক্সিনে তৈরী সিট কাভারের ভিতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন ও ৩ মাদক ব্যবসায়ী হবিগঞ্জ মাধবপুর থানার মহনপুর ধর্মঘর এলাকার ,বিল্লাল হোসেন (৪২) সুনামগঞ্জ সদর, জলিলপুরের জহুর আলম (৩২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর উত্তর পাড়ার নবী হোসেন (৪০)কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে সাময়িক জিজ্ঞাসাবাদে জানা যায় যে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে আটককৃত ট্রাক যোগে গাঁজা বহন করে ময়মনসিংহে এনে পাইকারী বিক্রি করে বলে স্বীকার করে। মাদক বহনে ব্যবহৃত ট্রাক আটক ও উদ্ধারকৃত ১৫ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।