
You must need to login..!
Description
শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে হেরোইনসহ ৫ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । রোববার (৩ অক্টোবর) দুপুরে নগরীর জিলা স্কুল রোড় থেকে ২০০ গ্রাম হেরোইনসহ ৩ নারী মাদকব্যবসায়ী গ্রেপ্তার করে ডিবি । গ্রেপ্তারকৃতরা হলো তারাকান্দা থানার হরিপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী মোছাঃ রোজিনা আক্তার রোজি (২৭), নগরীর ভবানীপুরের হাছু শেখের মেয়ে মোছাঃ নাজমা আক্তারর (৩৬) ও নান্দাইল থানার তাইজুল ইসলাম মন্টুর স্ত্রী মোছাঃ হাসনা বেগম।
শনিবার রাতে অপর এক অভিযানে নগরীর দিঘারকান্দা এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি । গ্রেপ্তারকৃতরা হলো মুক্তাগাছা থানার ঘাটুরী এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ উজ্জল মিয়া (৩০) ও মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শরিফ (২৭) ।
রোববার সন্ধ্যায় ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায় ।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ২৪০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন এলাকা থেকে ৫ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি । পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।