স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে সাগর (১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর ৩ টার পর উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে। নিহত সাগর ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় হুরমত উল্লাহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। জানা যায়, আকাশ মেঘলা দেখে বাড়ির পাশের জমি থেকে গরু বাড়িতে আনতে গেলে পথে বজ্রপাতে সাগরের মৃত্যু হয়।
স্থানীয় রাওনা ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। অপর দিকে জেলার নান্দাইলে রাকিব আল হাসান হামিম (১৯) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত হামিম উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন জানান, হামিম দুপুরে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের চরে ঘাস কাটছিলেন। পরে বৃষ্টি শুরু হলে বাড়ি আসার পথে বজ্রপাতে স্থানীয় লক্ষিপুর মসজিদের পিছনে হামিম পড়ে যান। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।