অপহৃত মাদরাসা ছাত্রী রুখছানা’কে উদ্ধার করল ময়মনসিংহ পিবিআই,

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  মামলাটি গ্রহণের মাত্র ১৪দিনের মধ্যে অপহৃত ভিকটিম মাদরাসা ছাত্রী মোছাঃ রুখছানা’কে উদ্ধার করল ময়মনসিংহ পিবিআই। আজ রোববার সকাল ৯টায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাথুয়াদী এলাকা হতে তাকে উদ্ধার করে।
পিবিআই জানায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাথুয়াদী গ্রামের রফিকুল ইসলামের কন্যা ভিকটিম মোছাঃ রুখছানা (১৫)। সে তারাকান্দার কাকচর দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। মাদরাসা বন্ধ থাকায় ভিকটিম কোচিং সেন্টারে আসা যাওয়ার পথে একই গ্রামের ১নং আসামী মোঃ রনি মিয়া (২৫), প্রায় সময় তাকে উত্যক্ত করাসহ প্রেম নিবেদন করত। ভিকটিম রুখছানা তার বাবাকে উক্ত বিষয়টি জানালে ভিকটিমের বাবা রফিকুল ইসলাম আসামী মাতা মোছাঃ রুমেলা খাতুন (৪০) এবং পিতা মোঃ শাহাব উদ্দিন (৫৫) কে বিষয়টি জানালে তারা আসামী রনি মিয়াকে শাসন না করে উল্টো ভিকটিম রুখছানার বাবাকে গালিগালাজ করে। এইরুপ অবস্থা চলমান থাকাবস্থায় গত ১৮আগস্ট, দুপুর ২টায় ভিকটিম মোছাঃ রুখছানা প্রাইভেট পড়া শেষ করে রিকশা যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বাথুয়াদী হিন্দুপাড়া রাস্তার নিকট পৌছালে মাত্র আসামী রনি মিয়া ২ ও ৩ নং আসামীদের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম রুখছানাকে টানাহেচড়া করে রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক অপহরণ করে সিএনজি’তে অজ্ঞাতনামা করে নিয়ে যায়। যাওয়ার সময় সাক্ষী রিকশা চালক হবি মিয়া এই ঘটনায় বাধা প্রদান করে ও ডাক চিৎকার শুরু করে। ভিকটিমের মা-বাবাসহ বাড়ীর লোকজন আশেপাশের এলাকায় খোঁজাখুজি করে কোথাও ভিকটিম রুখছানাকে না পেয়ে আসামী রনি মিয়ার মোবাইল ফোন নম্বর ০১৭৮৮৬৮৬২৮১ তে কল করে ভিকটিম রুখছানার কথা জিজ্ঞেস করা মাত্রই ১নং আসামী রনি মিয়া কল কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রনি মিয়া ও তার পিতামাতা সহ মোট ৩ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে তারাকান্দা থানার সিআর মামলা নং-১৫৭/২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)/৭/৩০ দায়ের করেন।
ডিআইজি পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিমুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ^াস বলেন, এটি একটি চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী অপহরণ ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে ১৪দিন আগে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলাকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক অত্র মামলার ভিকটিম মোছাঃ রুখছানাকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
আজ রোববার উদ্ধারকৃত ভিকটিম মোছাঃ রুখছানাকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে সে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।