‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা ডিবি । গতকাল রোববার রাতে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, ময়মনসিংহ শহরের ৩৩,নাটকঘর বাইলেনের মোঃ ফারুক হোসেন (৩০) ও ফুলবাড়ীয়া গৌরীপুর থেকে মোঃ জাহিদ হাসান (২৫)।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ডিবির এস আই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে গতরাতে কোতোয়ালী থানার নাটকঘর বাইলেন থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক হোসেন (৩০), এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ গতরাতে
ফুলবাড়ীয়া থানার ভালুকাজান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদ হাসান (২৫)কে গ্রেফতার করা হয়। ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ও ফুলবাড়ীয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।