‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ আছিয়া খাতুন (১১০) নামে শতবর্ষী এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বাসিন্দা। সোমবার (৩ অক্টোবর) সকালে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের পাতা পাড়া এলাকার সমর আলীর স্ত্রী আছিয়া খাতুন বহু বছর ধরে বার্ধক্যজনিত কারনে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আছিয়া খাতুন এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে নিজের বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ীর লোকজন বিষয়টি থানায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। ইউপি সদস্য আয়মুনা আক্তার বলেন আছিয়া খাতুন বার্ধক্য জনিত কারনে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।