খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন ছয় গুণীজন

image

You must need to login..!

Description

`‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরুপ দেশের ছয় গুণীজনকে খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোমবার বিকালে উপজেলা কৃষি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি থেকে সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম অ্যাওয়ার্ড বিজয়ী ছয়জন গুণীর নাম ঘোষণা করেন।
অ্যাওয়ার্ড বিজয়ী গুণীজনরা হলেন-শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য- সাহিত্যিক নাজমা মমতাজ, কবি মোছা. হাজেরা বেগম। সাংবাদিকতায়- এএসএস হোসাইন শাহীদ, এম মুখলেছুর রহমান খান। সমাজসেবায়- আব্দুর রউফ। গবেষণাকর্মে- জাহাঙ্গীর আলম জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, ক্রীড়া সংগঠন মতিউর রহমান মজনু, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলি, এসিক নারী কল্যাণ সংস্থার সভানেত্রী খাদিজা আক্তার বিউটি, কবি নূরুল আবেদীন প্রমুখ।
দি ইলেক্টোরাল কটিটি ফর খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড এর সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার বলেন পরবর্তী প্রজন্মের কাছে এই অঞ্চলের সঠিক ইতিহাস তুলে ধরতে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের যৌথ উদোগে খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আজকে নাম বিজয়ী হিসাবে ছয়জন গুণীজনের ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে ক্রেস্ট ও সদনপত্র প্রদান করা হবে।
প্রসঙ্গত, খাজা ওসমান খাঁ ছিলেন বার ভুইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দূর্গ ছিল বৃহত্তর ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের কেল্লাবোকাইনগর গ্রামে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার