
You must need to login..!
Description
‘স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ তৈরী করতে চেয়েছিলেন আমরা সেই পুলিশ হতে চাই। আমরা জনতার পুলিশ হতে চাই। কোতোয়ালি পুলিশের কাছে যে ধরনের সেবা নিতে চান, পুলিশ আপনাদের সেই সেবা দিবে। যখনই প্রয়োজন মাত্র একটা ফোন দেবেন। যত রাতই হোক, বিলম্ব করবেন না।
মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, নারী নির্যাতন, তথ্য দিতে চান দিবেন, আমরা আপনাদের সেবায় ২৪ঘন্টা নিয়োজিত আছি। একটা কথা স্পষ্ট, পুলিশের কোনো সেবা নিতে কোতোয়ালী মডেল থানায় অর্থের প্রয়োজন হবে না। কেউ কোন হয়রাণীর শিকারও হবেনা,যদি কোন পুলিশ অর্থ লেনদেন বা টাকা চায় আমাকে জানাবেন। আমি কোতোয়ালী মডেল থানা পুলিশকে দুর্নীতিমুক্ত পুলিশ উপহার দিতে চাই।’
মঙ্গলবার (৫ই অক্টোবর) বিকালে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার চরনিলক্ষিয়া ইউনিয়নের সাহেব কাচারী রাজগঞ্জ বাজাওে আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। তিনি আরো বলেন, কয়েক বছর আগের পুলিশের সেবা আর বর্তমান পুলিশের সেবার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কোতোয়ালী মডেল থানা এলাকার সব বিট পুলিশিং কার্যক্রম শতভাগ দুর্নীতিমুক্ত। থানায় জিডি করতে কোনো টাকা লাগে না। কোনো মাদক বিক্রেতাকে আমি কোতোয়ালী এলাকায় থাকতে দেব না। কোনো সন্ত্রাসী অস্ত্রধারী কোতোয়ালীতে থাকতে পারবে না।
তিনি মাদকের বিরুদ্ধে প্রত্যেককে তার নিজের পরিবার থেকে যুদ্ধ শুরু করার আহবান জানিয়ে বলেন, কেউ যদি মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার ও প্রতিটি সমাজ থেকে যুদ্ধ করে সফল হতে পারলেই আমরা মাদকমুক্ত ও অপরাধ মুক্ত সমাজ গঠন করতে পারবো।
তিনি আরো বলেন, কোতোয়ালি মডেল থানায় কোন দালালের স্থান নেই। আপনারা সরাসরি আমার সাথে সাক্ষাৎ করবেন। প্রয়োজনে আমি নিজে নিখুত তদন্তের মাধ্যমে মামলা নিবো। কাউকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হবেনা। থানায় আসবেন আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যাপক মুহাম্মদ হাসান আলী বাবুল। এসময় মোঃ আব্দুল কদ্দুস মন্ডল, মোঃ হযরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতন ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ওয়েস করনি (কাওসার)।