কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৪ আসামী গ্রেফতার

image

You must need to login..!

Description

‘‘স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় মাদক মামলায় ০৪ জন, জি আর সাজা গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন, জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ৮ জনসহ অন্যান্য মামলায় সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে। আসামীদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে  সাজাপ্রাপ্ত আসামী কোতোয়ালীর চক শ্যামরামপুরের  (সরকার বাড়ী) সাইদুল ইসলাম (৩৮), সি আর গ্রেফতারী পরোয়ানায় বাহাদুরপুরের (ইনসান মুরগীর পাইকার এর বাড়ী),মোঃ হাফিজুল ইসলাম এবং জি আর গ্রেফতারী পরোয়ানায় পাটগুদাম আটানী পুকুরপাড়ের মামুন ওরফে মাসুম(২০), আকুয়া উত্তরপাড়া ভাংগাপুল সোহান (২২), বলাশপুর কলমিস্ত্রির বাড়ীর হেদায়েত (২২), ও ভাংগাপুল,সোহান (২০), আকুয়া ভাংগাপুলের, সোহাগ, ও মন্টি সোহাগ, ব্রাহ্মপল্লীর রাসেল ওরফে‘ নাইমকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় আসামী চরভবানীপুর কোনাপাড়া, আমিনুল ইসলাম (১৯), বিদ্যাগঞ্জ বাজার কুষ্টিয়া ফকির বাড়ী রফিকুল(২৫),খাগডহর ঘুন্টি  রিপন(৪০), রাজশাহীর বেলপুকুর, থানার সাং-বড় ধাদাশ, রাজিব আহমদ (২৬) পুরাতন চুরি মামলায় নেহালিয়াকান্দার মোঃ জামাল উদ্দিন (৩৫), ত্রিশাল, থানা-দেওয়ানীবাড়ীর আমিরুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়।