স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ভালুকায় মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলে আগুন ধরে দগ্ধ হয়ে ময়মনসিংহের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল (৪৫) ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।
রোববার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক হাদিউল ইসলাম জানান, বিল্লাল ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাচ্ছিল।