
You must need to login..!
Description
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে চালককে ছুরিকাঘাত করে শনিবার রাতে ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের ৩ ঘন্টার মধ্যেই পুলিশ ৩ ছিনতাইকরীকে গ্রেফতার করেছেন।
জানা যায়, উপজেলার রূপসী ইউনিয়নের বাঁশাটি এলাকায় শনিবার রাত ৯ টার দিকে যাত্রীবেশে ছিনতাইকারীরা খাসকান্দা গ্রামের আব্দুর রশিদের পুত্র চালক রিয়াদ হোসেনকে (২৫) ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করে নিয়ে যায়। আহত রিয়াদ হোসেন বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক প্রত্যেক ইউনিয়নের চৌকিদার ও বাজার গার্ডদের রাস্তায় নজরদারি করতে বলেন। উপজেলার রহিমগঞ্জ এলাকায় রাত দেড়টার দিকে চৌকিদার শুকলাল ও ইউপি সদস্য রিপন মিয়া অটো রিকশাসহ ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন। আটককৃতরা হলেন, বাগেরহাট সদরের টাগরা ঘাট গ্রামের তরিকুজ্জামান (২৪), উপজেলার ঢাকিরকান্দা গ্রামের বাবু মিয়া (২০) ও মাটিচাপুর গ্রামের মোঃ রাসেল (৩০)। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, অটোরিকশা উদ্ধারসহ গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।