নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মনজুর রহমান নামের এক যুবক। সে মধুপুর উপজেলার বাগানবাড়ী চৌরাস্তার মোনছের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর মহিষমারা বাগানবাড়ী চৌরাস্তা এলাকায়। এলাকাবাসী জানান, মাদক সেবনের টাকা না দেয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদী শেফাতন বেওয়া (৯০)কে।

বেলা ১২টার দিকে নাতী মনজুর রহমান (২০) দাদীর নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতেই ক্ষুব্ধ হয়ে মুন্জুর রহমান আনারস কাটার দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে রক্তাক্ত করে। বৃদ্ধার চিৎকারে ছেলের বৌ রাহেলা দৌড়ে এলে ঘাতক মনজুর রহমান পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা শেফাতন বেওয়ার মৃত্যু হয়। সংবাদ পেয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।