ময়মনসিংহ মেডিকেলের করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

  ময়মনসিংহ মেডিকেলের করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা  উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে, এ সময় করোনায় কেউ মারা যাননি। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে যারা মারা যান তারা হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়।