স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ ৭জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরীর আউন শৃংখরা নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসঝে। এরই অংশ হিসাবে মঙ্গলবার সকাল পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন। তারা হলো, সোহাগ মিয়া, আজিজুল ও মোঃ কাজল মিয়া। এছাড়া মাদক মামলায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তারা হলো, আরিফুল হাসান, মোঃ জাহের ও মাঃ মন্টু মিয়া । তাদের কাছ থেকে ৭ বোতল বিদেশী মদ ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।