কোতোয়ালী পুলিশের হাতে ১০০ লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার

কোতোয়ালী পুলিশের হাতে ১০০ লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডের পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলো পতিতাপল্লীর রুমা ও রিনা । বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

দুর্গাপুজা উপলক্ষে একটি চক্র ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা নষ্ট করার লক্ষে এসব চোলাই মদ বিক্রি করে আসছিল পতিতালয় কেন্দ্রীক একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে ১নং ফাড়ি ইনচার্জ মাহবুবুর রহমান রমেশ সেন রোডের পতিতাপল্লী অভিযান পরিচালনা করে। এ সময় ১০০শত লিটার অবৈধ চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

LATEST POSTS