ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দুদের দুর্গাপূজা। শুক্রবার বিকেলে নগরীর কাচারীঘাট ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের দিয়ে সারদীয় দুর্গা উৎসব সমাপ্ত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে আজ শুক্রবার বিকাল থেকে এ শোভাযাত্রা শুরু হয়। হিন্দু ধর্মানুসারী শিশু-কিশোর-যুবক-বৃদ্ধরা রঙ-বেরঙের পোশাক ও গালে-কপালে সিঁদুর লাগিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
এসময় বিসর্মজন ঘাটে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, প্যানেল মেয়র -০১ কাউন্সিলর আসিফ হোসেন ডন, সিটি কাউন্সিলর, কর্মকর্তা, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।