বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবসে সেমিনার ও পুরস্কার বিতরণী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ ১৮ অক্টোবর, সোমবার শেখ রাসেল দিবস২১” উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা; চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ অধ্যাপক ইউসুফ খান পাঠান; সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল; সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর শাখা, ময়মনসিংহ মোঃ এহতেশামূল আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সেমিনার পেপার উপস্থাপনা করেন হাবীবুল ইসলাম সুমন, এসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ।
এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু একাডেমীর শিশু শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।