কোতোয়ালী থানা পুলিশের হাতে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ মাদক মামলায় ৪ জন, এবং জিআর সাজাপ্রাপ্ত আসামী ১ জন, সিআর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী ১ জন, জিআর পরোয়ানামূলে ৪ জনসহ অন্যান্য মামলায় মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ
কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জিআর মামলা গ্রেফাতারী পরোয়ানায় মুলে গ্রেফতারকৃত ৪ জন হচ্ছেন ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিনপাড়া খালপাড়ের মোঃ সেলিম, ও মোঃ আকাশ (৪০), চুরখাইয়ে সাগর (১৮), পুরোহিতপাড়ার মিরাজ মিয়া ওরফে মিরাজ।
সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত আসামী কোতোয়ালী, নেহালিয়া কান্দার মোজাম্মে হক(২৫), ৩ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী কোতোয়ালী রঘুরামপুরের
জনি ইসলাম, মাদক মামলায় গ্রেফতারকৃত ৪ জন আসামী হচ্ছেন কোতোয়ালীর চকশ্যামরামপুর, আব্দুস সামাদ(৩৫), পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনের পারভেজ (২০) ও মোঃ ফরিদ (৪৯), পাটগুদাম বিহারী ক্যাম্প, রাজু কুয়াইশি (৩৩)।
উল্লেখ্য যে, মাদক মামলায় ০৪ জন, এবং জিআর সাজা গ্রেফতারী পরোয়ানামূলে ১ জন, ৩ মাসের সাজা সিআর পরোয়ানামূলে ০১ জন, জিআর পরোয়ানামূলে ৪ জনসহ অন্যান্য মামলায় মোট ১১ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।