কোতোয়ালী পুলিশের হাতে সাজাপ্রাপ্ত ও মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ মাদক মামলায় ০২ জন, এবং জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ০৫ জন, ০৩ মাসের সাজা সিআর পরোয়ানামূলে ১ জন, সিআর পরোয়ানামূলে ৩ জন, নারী ও শিশু ধর্ষনকারী ১ জনসহ অন্যান্য মামলায় মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করছে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জিআর মামলায় পরোয়ানায়াভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হচ্ছেন সদরের মধ্য বাড়েরার মজিবুর রহমান(৪৫), রাঘবপুর পূর্বপাড়ার ছালেমা খাতুন(৫৮), লিটন মিয়া(৪০), মোছাঃ নুরজাহান(৪০), আঃ মোতালেব (৪৪)। সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী গলগুন্ডার মতিউর রহমান,।
সিআর মামলার ৩ আসামী গ্রেফতার করা হয় সদরের ভাটিবাড়েরা, হেলাল উদ্দিন, ভাটিবাড়েরারপাড়, শহিদুল ইসলাম (শহিদ বেপারী), দিঘারকান্দার, শহিদুল ইসলাম শাহিন।
মাদক মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৯৫০ গ্রাম গাঁজা সহ সদরের চরসিরতা উত্তর পাড়ার এমদাদুল হক (৩৫) ও ২০০ গ্রাম গাঁজা সহ কুঠুরাকান্দার মোঃ ফজলুল হক (৫০)কে গ্রেফতার করা হয়। নারী ও শিশু ধর্ষণকারী আসামী সদরের চর কালীবাড়ী মিল গেইট আলমগীর হোসেন(১৯)।
উল্লেখ্য যে, মাদক মামলায় ০২ জন, এবং জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ৫ জন, ৩ মাসের সাজা সিআর পরোয়ানামূলে ১ জন, সিআর পরোয়ানামূলে ০৩ জন, নারী ও শিশু ধর্ষনকারী ১ জন সহ অন্যান্য মামলায় সর্বমোট ১৬ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।