
You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা,বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ।
রোববার ( ২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ।
উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে স্বাচিপ ও বিএমএ এর চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন এবং বক্তারা বলেন সম্প্রীতির এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। কোন অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না ।
উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন বিএমএ ও স্বাচিপ এর নেতাকর্মী সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক, সহকারী পরিচালক, জেলার সিভিল সার্জন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সর্বস্তরের চিকিৎসকবৃন্দ ।