ডিবির অভিযানে অতিরিক্ত ভুয়া সচিবসহ ৩ প্রতারক গ্রেপ্তার

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) অভিযান চালিয়ে অতিরিক্ত ভুয়া সচিবসহ ৩ প্রতারকে গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার(২৬ অক্টোবর) ডিবি পুলিশের অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতি থেকে জানা যায় , পুলিশ সুপার আহমার জামান নির্দেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ কোন ধরণের প্রতারক চক্র যেন প্রতারনা করতে না পাড়ে তার জন্য আগে থেকে সজাগ ছিল ডিবি । সোমবার (২৫ অক্টোবর) এক ব্যক্তি পুলিশ সুপার আহমার জামানকে অতিরিক্ত সচিব পরিচয়ে ফোন দেয় এবং তার পছন্দের তিন প্রার্থীকে চাকরী দেওয়ার সুপারিশ করে । বে-আইনি ভাবে সুপারিশ করার বিষয়টি পুলিশ সুপারের কাছে সন্দেহ হলে কোতোয়ালী থানা এলাকা থেকে  ছামিউল আলম (৬৬) কে কথোপকথনের ব্যবহৃত সীমসহ আটক করে ডিবি ।আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় আসমী ছামিউল আলম সরকারি কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়েছিল ।
অপর এক অভিয়ানে চাকরী পেয়ে দেয়ার কথা বলে একই গ্রামের চাকরী প্রত্যাশীর কাছ থেকে নগদ টাকা নেওয়ার অপরাধে ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের থেকে মোঃ জালাল উদ্দিন (৭৫) কে আটক করে এবং ভুয়া প্রবেশ পত্র তৈরী করে পরীক্ষায় অংশ গ্রহণ করায় মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি গ্রামের সোহরাব আলীর ছেলে মারুফ মিয়া (১৯) আটক করা হয় ।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহ জেলায় একাধিক প্রতাকচক্র সক্রিয় হয়ে উঠেছে। আটকৃতরা চাকরী পাইয়ে দেবে বলে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা নেয় ও অতিরিক্ত সচিব পরিচয়ে পুলিশ সুপারকে চাকরী দেয়া কথা বলে প্রতারণা করে আসছিল। এসব কাজে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।