বাংলাদেশ আরও ২০ লাখ টিকা পাচ্ছে চীন থেকে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ চীন বাংলাদেশকে আরও ২০ লাখ করোনার টিকা দেবে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে বিষয়টি জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী নিজেই। তিনি জানান, চীনা রাষ্ট্রদূত তাকে টিকার কথা জানান।
মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজেও এ বিষয়ে একটি বার্তা দিয়েছেন। ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, এই মাত্র (রাত নয়টার দিকে) চীনা রাষ্ট্রদূত জানালেন যে, চীন বাংলাদেশকে আরও ২০ লাখ টিকা দেবে। আমি রাষ্ট্রদূতকে ধন্যবাদ দিলাম।

এদিকে, বুধবারই মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। টিকাগুলো ১২ বছর ও তদূর্ধ্বদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশকে সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে।