বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের সদর উপজেলায় ইব্রাহিম খলিল হত্যার এজাহারভূক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব ।
গ্রেপ্তাররা হলেন-বুলু মিয়া (৪১), মো. জালাল উদ্দিন (৬৫), মো. হেলাল (৪৮), মো. কদ্দুস আলী (৫২), মো. অকুল (৪২)।
র্যাব অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায় ।
ময়মনসিংহ ক্যাম্পের সহকারী পরিচালক ও স্কোয়াড কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান বৃহস্পতিবার ভোরে ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল হত্যার এজাহারভূক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, জেলার সদর উপজেলার বোররচর ইউনিয়নের বাড়তি পাড়া গ্রামে বাজারের একখন্ড জমি দখল নিয়ে মীর ও ফকির গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ৪ সেপ্টেম্বর এরই জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এদিন বাড়ি ফেরার দুই পক্ষের সংঘর্ষে আহত হন ইব্রাহিম। পরে ৫ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা মো. মোনায়েম হোসেন বাদী হয়ে ৬ সেপ্টেম্বর ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫ জনকে আসামি করে মামলা করেন। কোতোয়ালি পুলিশ ঘটনার পরপর দুইপক্ষের ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছিল।