ময়মনসিংহে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ মামলা ও জরিমানা
October 28, 2021
717
No Comments
You must need to login..!
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ভ্রম্যমান আদালত সড়ক পরিবহন আইনে অভিযান পরিচালেনা করে ৭টি মামলা ও ৮হাজার দুইশত জরিমানা করেছে। বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) শহরের টাউন হল মোড়ে ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ নেতৃত্বে এই অভিযান পরিচালন করা হয় । এ সময় ড্রাইভিং লাইসন্সে , রুট পারমটি , ট্যাক্স টোকনে না থাকা ও ঝুকিঁর্পূণ ভাবে যান চালাচল করার অপরাধে ঈশা পরবিহন, এস এন পরবিহনসহ অন্যান্য যানবাহনকে জরিমানা প্রদান করে ভ্রম্যমান আদালত ।