স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকান্ডে একটি বাড়িতে দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার উস্থি ইউনিয়নের কাতিয়াপাড়া গ্রামের মাওলানা তাইজু উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, উপজেলার উস্থি ইউনিয়নের কাতিয়াপাড়া গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে গোয়াল ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে গোয়াল ঘরে গরু ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। পড়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্রিকান্ডের খবর পেয়ে রাত ৪টার দিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডে প্রায় ২লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান।